Category:ইসলামি বই: আত্ম-উন্নয়ন
“সৃষ্টির আদিলগ্ন থেকেই পরস্পর বিরোধী দু'টি শক্তি সক্রিয়। একটি শক্তির কাজ হচ্ছে মানুষকে হেদায়াত, কল্যাণ এবং সমস্ত মঙ্গলজনক কাজের দিকে আহ্বান জানানো। পক্ষান্তরে এর বিপরীত শক্তিটিও সেই আদিকাল থেকেই মানুষকে বিপদগামী করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
বর্তমানেও শয়তান এবং তাগুতী শক্তি ষড়যন্ত্র ও চক্রান্তের জাল বিস্তার করে একশ্রেণির মানুষকে গোমরাহির ভ্রষ্টতা এবং কু-সংস্কার ও ধ্বংসের অতলান্তে নিমজ্জিত করছে। বিশেষ করে নবীন প্রজন্মকে স্মার্টফোন এবং বিভিন্ন গেম ইত্যাদির মধ্যে আসক্ত করে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে। তাই কচি হাতে কতিপয় এলোমেলো গল্পের মাধ্যমে ইহুদি-নাসারাদের কিছু চক্রান্ত শনাক্ত করার চেষ্টা করেছি। যেন এর ওপর সঠিক ট্রিটম্যান নিয়ে ফের আলোকময় জীবন উপভোগ করতে পারি। অর্থাৎ আল্লাহর বিধান এবং তাঁর রসুলের আদর্শ অনুসারে জীবন সাজিয়ে উভয় জগতের সফলতা অর্জন করতে পারি। সে উদ্দেশ্যেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।
Report incorrect information