17 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 140TK. 70 You Save TK. 70 (50%)
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
খুৎব্বাহ
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِيْنِ، وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى نَبِيِّهِ
مُحَمَّدٍ وَآلِهِ أَجْمَعِينَ
যাবতীয় প্রশংসা মহান রাব্বুল আলামীন-এর জন্য এবং শুভ পরিণতি মুত্তাকীনদের জন্যই রয়েছে।
দরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারবর্গের উপর।
প্রকাশ থাকে যে, প্রাচীন ছাত্রদের একজন শায়খ ইমাম যায়নুদ্দীন হুজ্জাতুল ইসলাম আবূ হামেদ মুহাম্মাদ বিন মুহাম্মাদ আলগাযালী রহ.-এর শিষ্যত্ব গ্রহণ করলেন এবং তাঁর কাছে হাদীছের বহু কিতাবের দরস সহ বিভিন্ন বিষয়ের ইলম হাসিল করেন। সাথে সাথে আত্মশুদ্ধির সৌভাগ্যও অর্জন করেন। পরিশেষে বিদায়ের পূর্বে একদিন নিজের হালত নিয়ে ফিকির করলেন। ভাবতে ভাবতে অবচেতন মনে নিজেকে জিজ্ঞাসা করলেন, আমি বিভিন্ন বিষয়ের বহু জ্ঞান অর্জন করেছি। যার অধ্যয়নে জীবনের সবচেয়ে মূল্যবান যৌবন-এর বড় একটি অংশ অতিবাহিত করেছি।
এখন আমার উচিত ঐ ইলম হাসিল করা যা কাল কিয়ামতে আমার কাজে আসবে। কবরের জগতে শান্তি পৌঁছাবে। আর যে ইলম এমন উপকার করতে অক্ষম তা বর্জন করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
اللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ.
অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার নিকট এমন ইলম থেকে
পানাহ চাই, যা উপকারে আসে না।
যাই হোক, এই চিন্তা তার মাথায় অব্যাহতভাবে পীড়া দিতে থাকল। সমাধান খুঁজতে প্রিয় উস্তায ও শায়খ হুজ্জাতুল ইসলাম