Category:ইসলামি বই: আত্ম-উন্নয়ন
Get eBook Version
TK. 162* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
আকর্ষণীয় চাবির রিং ফ্রি! এক নজরে কুরআন নিলেই চাবির রিং পাচ্ছেন KEYRING কোড ব্যবহারে!
উদাসীনতার অবসান—এখনই
অনেকেই ভাবেন, জীবনের কোনো এক শুভক্ষণে হঠাৎ করেই পরিবর্তন আসবে। তখন তিনি ভালো হয়ে যাবেন। কিন্তু সেই মাহেন্দ্রক্ষণ কখনো আসে না। বরং দুনিয়ার মোহ, অবহেলা আর আত্মপ্রবঞ্চনায় দিন কেটে যায়। সময় গড়িয়ে যেতে থাকে, অথচ সত্য পথে ফিরে আসার সুযোগ আর হয়ে ওঠে না। একদিন হঠাৎ করেই মৃত্যু এসে তাকে নিয়ে যায়—অপ্রস্তুত, অনুতপ্ত অবস্থায়।
মৃত্যুর পরই শুরু হয় চিরস্থায়ী জীবন। যার সেই জীবন সুন্দর হবে, সেই-ই প্রকৃত সফল। আর যে ব্যর্থ হবে, তার দুনিয়াবি সমস্ত সাফল্য অর্থহীন হয়ে যাবে। একটু ভেবে দেখুন, আজ যে যুবকটি নির্দ্বিধায় সিনেমা হলে প্রবেশ করল, যদি এই মুহূর্তেই তার মৃত্যু এসে যায়? যে ব্যক্তি পাপাচারে লিপ্ত, যদি হঠাৎ করেই তার প্রাণপাখি উড়ে যায়? কী হবে তার পরিণতি? কত মানুষ আছে, যারা দুনিয়ার স্বার্থে অন্যের ওপর জুলুম করতে গিয়ে সংঘর্ষস্থলেই লাশ হয়ে পড়ে। অথচ তারাও একসময় সুন্দর জীবনের স্বপ্ন দেখেছিল। কিন্তু তারা কি কখনো ভেবেছিল, এভাবে তাদের সময় ফুরিয়ে যেতে পারে?
এখনও কি আমরা উদাসীন থাকব? সময় নষ্ট করার সুযোগ নেই। অবহেলার চাদর সরিয়ে ফেলতে হবে এখনই। প্রতিটি মুহূর্তের মূল্য বুঝতে হবে, প্রতিটি শ্বাস কাজে লাগাতে হবে পরকালের পাথেয় সংগ্রহে। সামনে যে অনন্ত জীবন অপেক্ষা করছে, তার জন্য প্রস্তুত হতে হবে এই মুহূর্ত থেকেই। সুতরাং আসুন, আমরা আল্লাহর বিধানকে আঁকড়ে ধরি, জীবন গড়ার দৃঢ় সংকল্প করি—যাতে আমাদের অন্তিম পরিণতি হয় নিরাপদ, সুন্দর ও সফল।
Report incorrect information