আমাদের জীবন অনেকটা আটা পেষার সচল আর অচল চাক্কির মতো। সচল চাক্কিতে আটা পেষা হয়। এটি অজস্র উপকার বয়ে আনে। তাই এর মূল্যও অনেক। আর অচল চাক্কিতে আটা পেষা হয় না। অযথাই পড়ে থাকে। তাই এর কোনও মূল্য নেই। যে জীবন আল্লাহর পথে ব্যয় হয়, সে জীবন কাজে আসে। তাই আল্লাহর কাছে এর মূল্য আছে। আর যে জীবন আল্লাহর পথে ব্যয় হয় না, সে জীবন কোনো কল্যাণ বয়ে আনে না। তাই আল্লাহর কাছে এমন জীবনের কোনও মূল্য নেই।