মতিন রায়হান
জন্ম: ২২ জুলাই ১৯৬৭
জন্মস্থান: কোরবানপুর, মুরাদনগর, কুমিল্লা।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। শিক্ষকতা দিয়ে কর্মজীবনের সূচনা হলেও সাংবাদিকতা পেশায় পার করেছেন দুই দশকেরও বেশি সময়। সাহিত্যের নানা শাখায় আগ্রহ থাকলেও কবিতাই তার প্রধান অন্বিষ্ট বিষয়। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তার তিনটি কাব্যগ্রন্থ- তিতাস পুরাণ (১৯৯৬), পাতাকাহিনীর খোঁজে (২০০২), আগলে রাখি নদীর সম্ভ্রম (২০১২)। সাংবাদিকতা ছেড়ে ২০১১ সালে যোগ দেন বাংলা একাডেমিতে, 'বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা অভিধান'-এ সংকলক এবং 'বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান'-এ ছিলেন সম্পাদনা সহযোগী। বর্তমানে বাংলা একাডেমির 'বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কিত উল্লেখযোগ্য কার্যক্রম'-এ সম্পাদনা সহযোগী হিসেবে কাজ করছেন।
ই-মেইল:
[email protected]