ব্যক্তিক প্রেম কী করে সামষ্টিক হয়ে ওঠে,এর প্রযন্ত প্রয়াস ও প্রেম মায়াগন্ধা।এ প্রেমের অন্তরালে খেলা করে প্রকৃতি,পূরাণ,ইতিহাস,ঐতিহ্য ও সমকালসহ ভবিতব্যের গভীরতর স্বপ্নময়তা।আছে কতিপয় কৃতি বাঙালির আলোকিত মুখচ্ছবি ও তাঁদের কালোত্তীর্ণ সময়ের কথা।ব্যক্তিতাজড়িত স্মৃতি-বিস্মৃতি গ্রন্থভুক্ত কবিতায় অত্যুঙ্গ অনুভবে হয়ে উঠেছে সমষ্টি মানুষের গান।নতুন নতুন শব্দ,শব্দ-সমবায়,রূপক,প্রতীক ও চিত্রকল্পের সবাক উপস্থিতি কবিতায় নিয়ে এসেছে অভিনতুন ব্যঞ্জনা।ও প্রেম মায়াগন্ধা তাই অনুসন্ধিৎসু পাঠকের কাছে হয়ে ওঠে এক নতুন অভিজ্ঞতা।