আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
শিল্প-সাহিত্যের গভীরতম বিষয় কবিতা। কবিতা নানারকম, নানামাত্রিক। এর সহজ কথার মাঝেও থাকে গভীর কথার উদ্ভাসন। একজন কবিকে অনুধাবনের বিশেষ উপলক্ষ্য হতে পারে তাঁর 'নির্বাচিত কবিতা'। কবি যখন নিজেই তাঁর কবিতা নির্বাচন করেন তখন তাঁর ব্যক্তিগত ভালো লাগাটাই প্রাধান্য পায়। তাই কবির স্বনির্বাচিত কবিতা একদিকে পাঠকের সঙ্গে তৈরি করতে পারে গভীর নৈকট্য, আবার অন্যদিকে অজানা দূরত্বও। তাই নির্বাচিত কবিতার মূল্যায়নও আপেক্ষিক। নব্বইয়ের দশকের কবি মতিন রায়হানের 'নির্বাচিত কবিতা' তাঁর তিন দশকের কাব্যজীবনের সারাৎসার। কবির সাতটি কাব্যগ্রন্থ ও কিছু অগ্রন্থিত কবিতার সংকলন 'নির্বাচিত কবিতা'। প্রেম, প্রকৃতি ও জীবনজিজ্ঞাসার বিচিত্র অনুভব-অনুষঙ্গ তাঁর কবিতায় সহজ সত্যের মতো উদ্ভাসিত। উপমা-রূপক-প্রতীক-চিত্রকল্পের উজ্জ্বল উপস্থিতি পাঠককে দেবে অন্যরকম স্বাদ। তাই জোর দিয়ে বলতে পারি, জীবনের অন্তগূঢ় রহস্য উন্মোচনে এই কবির কুশলিপনা পাঠকচিত্তে সঞ্চার করবে অভিনতুন ব্যঞ্জনা।
Report incorrect information