Category:হজ্জ
আকর্ষণীয় চাবির রিং ফ্রি! এক নজরে কুরআন নিলেই চাবির রিং পাচ্ছেন KEYRING কোড ব্যবহারে!
'হজ্জে মাবরূর' বা নেকীতে ভরা হজ্জ সেই হজ্জ, যা লোকদেখানো, যশখ্যাতি ও বড়াইয়ের জন্য করা হবে না। বরং শুধু এবং শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হবে। এবং তাতে কোনো ধরনের মন্দ কথা ও অশ্লীলতার আচরণ করা হবে না, গুনাহ থেকে বিরত থাকা হবে এবং ঝগড়া-বিবাদ পরিহার করে চলা হবে। এরূপ হজ্জকে 'হজ্জে মাবরূর' বলা হয়। তার বিনিময় জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা সবাইকে হজ্জে মাবরূর নসীব করুন
Report incorrect information