* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
হজ্জ্ব নতুন জীবন শুরুর এক সুবর্ণ সুযোগ। জীবনের সকল গুনাহ থেকে মুক্ত হয়ে সদপ্রসূত নবজাতকের মত নিষ্পাপ হয়ে ফিরে আসার অনন্য উপায়। তেমনি জান্নাতের আসন নিশ্চিত করার অনবদ্য সুযোগ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন -
যে ব্যাক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ্জ্ব করবে আর দাম্পত্য আচরণ (হজ্জ্বের ইহরাম অবস্থায় স্বামী-স্ত্রীর মধ্যে সহবাস সহ কামনাপূর্ণ সকল কথা ও কাজ নিষিদ্ধ) এবং গুনাহ হতে বিরত থাকবে, সে ঐ দিনের মত নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। - বুখারী (১৭৭৩)।
Report incorrect information