178 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 270
In Stock (only 8 copies left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Related Products
Product Specification & Summary
"বাইতুল্লাহর ছায়ায়"
আল্লাহ তা'আলার অশেষ শােকর, বাইতুল্লাহর মুসাফির কিতাবটি আত্মপ্রকাশের ছয়বছর পর, আজ বাইতুল্লাহর ছায়ায় প্রকাশিত হচ্ছে। প্রতিটি নেক কাজ সম্পন্ন হয় আল্লাহরই তাওফীকে। সুতরাং তােমার শােকর হে আল্লাহ, তােমার শােকর।
বাইতুল্লাহর মুসাফির প্রথমে আলকাউছার পত্রিকায় ধারাবাহিকরূপে প্রকাশিত হয়। আল্লাহর বান্দাগণ পড়েছেন, আর দুআ করেছেন। তারপর তা কিতাব আকারে প্রকাশিত হয়েছে। তাতে আল্লাহর বান্দাদের উপকার ও কল্যাণ অনেক বৃদ্ধি পেয়েছে এবং অদেখা অচেনা বহু মুমিনিন মুমিনাত অধম লেখকের জন্য দু'আ করেছেন ও করছেন। আমি আমার গােনাহগার যিন্দেগিতে তাদের নেক দুআর কল্যাণস্পর্শ অনুভব করছি। আলহামদু লিল্লাহ, ছুম্মা আলহামদু লিল্লাহ। আল্লাহ তা'আলা গােনাহগার বান্দাদের মাফ করুন, নেককার বান্দাদের দরজা বুলন্দ করুন, আমীন।
আমার মুহসিন মুরব্বি ও উস্তায হযরত পাহাড়পুরী, যে সফরে হজ্বের সফরনামা লেখার অনুমতি, বরং আদেশ দান করেন, সেটা ছিলাে ১৪২৮ হি.। ইচ্ছে ছিলাে ঐ হজ্বেরই সফরনামা লেখার, কিন্তু আল্লাহর কী শান! লিখতে যখন বসলাম, কলম চলতে শুরু করলাে গায়বের ইশারায়, আর লেখা হয়ে গেলাে জীবনের প্রথম সফরের কথা, যা সম্পন্ন হয়েছিলাে ১৪০৩ হিজরীতে হযরত হাফেজ্জী হুযূর রহ.-এর ছােহবতে ও তারবিয়াতে। এরপর আর কিছু লেখার হয়ত প্রয়ােজন ছিলাে না। কিন্তু আমার প্রিয় মাওলানা আব্দুল মালিক, শুরু থেকেই বলে আসছেন, কলমকে আমি যেন কিছুতেই নিয়ন্ত্রণ না করি, যতক্ষণ লেখা আসতে থাকে যেন লিখতে থাকি। তিনি ভালাে মানুষ। ভালাে মানুষের কথা মান্য করাতেই কল্যাণ।
তাই তার কথা মান্য করে লিখতে থাকলাম, যদিও শুরুতে কিছুটা দ্বিধা ছিলাে। কিন্তু কলমের ঝরনা যতই প্রবাহিত হলাে, মনে হলাে, এ লেখা গায়বের মালিক গায়ব থেকে দান করছেন। তাই গায়বের প্রতি শােকর আদায় করে কৃতার্থ চিত্তে লিখতে থাকলাম। একই ভাবে আলকাউছারে তা নিয়মিত প্রকাশিত হতে থাকলাে। তারপর হঠাৎ করেই থেমে গেলাে যখন পেয়ারা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে বিদায় সালাম আরয করার কথা লিখলাম এবং লিখলাম ইরাকের মযলূম হাজী ছাহেবানের মর্মস্পর্শী মুনাজাতে শামিল হওয়ার কথা।
এটাই এখন প্রিয় পাঠক, আপনার সামনে উপস্থিত বাইতুল্লাহর ছায়ায় নামে। যদি এতে আল্লাহর বান্দাদের উপকার হয়, আমাদের আমলনামা সমৃদ্ধ হয় তাহলেই এ কলমচালনা সার্থক। যারা আমার লেখা পড়েছে এবং পড়েনি, যারা আমাকে ভালােবেসেছে এবং বাসেনি, সবাইকে আল্লাহ কবুল করুন। এ দু'আর সুবাদে আমিও আশা করতে পারি, আল্লাহর বান্দারা এ গােনাহগারের জন্য সুখী জীবনের এবং জীবনের সুন্দর পরিসমাপ্তির জন্য দু'আ করবেন।