আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
মূসা (আ) বনী ইসরাঈলকে বললেন, এটা সমীচীন হবে যে, তোমাদের মধ্য থেকে কয়েকজন নেতৃত্বস্থানীয় লোককে মনোনীত করে আমার সাথে নিয়ে যাই। তারা যদি ফিরে এসে সত্যতা প্রমাণ করে দেয়, তখন তোমরাও মেনে নিবে। আর যেহেতু তোমরা এই মাত্র গো-বাছুর পূজা করে খুব বড় একটা অপরাধ করে ফেলেছ। অতএব, লজ্জা অনুতাপ প্রকাশ এবং আল্লাহপাকের দরবারে ভবিষ্যতে নেককাজ করার প্রতিজ্ঞার জন্যও এ সুযোগটি খুবই সঙ্গত হবে। বনী ইসরাঈল এ কথার উপর সম্মত হল।
"ওয়াখতারা মূসা ক্বাওমাহ্ সাবাঈনা রাজুলান্ লিমীক্বাতিনা”- মূসা (আ) বনী ইসরাঈলের বারটি গোত্র থেকে সত্তর জন্য নেতৃস্থানীয় পুরুষ লোককে আল্লাহর নির্ধারিত সময়ের জন্য বেছে নিলেন। সূরা আরাফ। তারপর তাদেরকে সঙ্গে নিয়ে তুর পাহাড়ে গিয়ে উপস্থিত হলেন।
সাথে সাথে শুভ্র বর্ণের এক নূর মেঘের আকারে এসে মূসা (আ) কে আচ্ছাদিত করে ফেললো এবং আল্লাহপাকের সাথে কথোপকথন আরম্ভ হয়ে গেল।