আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
গাঁয়ের মাতবর হেমায়েত মৃধা। তার আমবাগানের পেছনে যে ছোট্ট টিলার মতো জায়গাটা রয়েছে তার নিচেই বিশাল ফোকর। জায়গাটা ছোটখাটো গুহার মতো। তাতে ওদের মতো তিন-চারজন অনায়াসে বসে থাকতে পারবে। শহরে যুদ্ধ শুরু হয়ে গেছে। এ কথা আর সবার মতো ওরাও শুনেছে। ওরা মানে আনু, তনু, হাশেম আর মোহন। দলের সদস্য এই চারজনই। তা ছাড়া মুক্তিযোদ্ধাদের ক্যাম্প কমান্ডার রহমত ভাই তো সাহায্য করছেনই। দলের নাম দেয়া হয়েছে 'মাটির মায়ায়'। দলপতি মোহনের দেয়া নামটা ওদের বুকে আলোড়ন তুলে যায় প্রতিক্ষণে। ছোট্ট চেতনায় আগুন ধরিয়ে দেয়। টিলার ওই গুহাটাই ওদের ঘাঁটি।
আনু আর তনু দুই ভাই। হাইস্কুলের অঙ্কের শিক্ষক রমিজউদ্দিনের ছেলে। বাগানের টিলাটা পেরিয়ে একটা বাঁশঝাড়। বাঁশঝাড়ের পরেই বিশাল এক দিঘি। দিঘির পাড় ধরে সোজা খানিক পায়ে চলা পথ ধরে এগিয়ে যেতেই চোখে পড়ে ওদের বাড়ি।