ড. লিপি গ্লোরিয়া রোজারিও (সিস্টার গ্লোরিয়া), ১৯৯২ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ের অধীনে বি.এ (পাস কোর্স) সম্পন্ন করেন। এরপর তিনি ইতালীর লিবেরা মারিয়া শান্তিসিমা আসুন্তা বিশ^বিদ্যালয় হতে ‘ক্লিনিক্যাল সাইকোলজিতে’ অনার্স (২০০৫), সান্তা ক্লারা বিশ^বিদ্যালয় ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে ‘মাস্টার্স ইন স্পিরিচুয়ালিটি’ (২০০৮) ও ‘মাস্টার্স ইন কাউন্সেলিং সাইকোলজি’ (২০০৯) এবং সর্বশেষ তিনি ২০১৮ সালে ঢাকা বিশ^ববিদ্যালয় হতে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের ‘এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্টে’ খন্ডকালীন শিক্ষক এবং ‘হিলিং হার্ট কাউন্সেলিং ইউনিটের’ পরিচালক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি পেশাজীবনে বারডেম হাসপাতালের নার্সিং ডিপার্টমেন্ট, নর্থ-সাউথ বিশ^বিদ্যালয়ের কাউন্সেলিং ইউনিটের ভারপ্রাপ্ত ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
মাইন্ডফুলনেস মেডিটেশন, বেসিক এন্ড অ্যাডভান্সড কাউন্সেলিং স্কিল এবং মেন্টাল হেলথ ফার্স্ট এইড-এ সার্টিফায়িড প্রশিক্ষক হিসেবে তিনি তার নিজস্ব প্রতিষ্ঠান হিলিং হার্ট কাউন্সেলিং ইউনিট, বিভিন্ন বিশ^বিদ্যালয়, কর্পোরেট অফিস ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করছেন।
এছাড়া তিনি ঢাকার দুস্থ, ভবঘুরে এবং নির্যাতিত নারীদের পুনর্বাসনে কর্মরত ‘বাসা এন্টারপ্রাইজের’ বোর্ড অব ডিরেক্টরস এবং তরঙ্গের গর্ভনিং বডির মেম্বার হিসেবে কাজ করছেন।
তিনি ‘বাংলাদেশ সাইকোলজিক্যাল এসোসিয়েশন’ (ইচঅ) ‘বাংলাদেশ স্কুল সাইকোলজি সোসাইটি’ (ইঝচঝ)-এর আজীবন সদস্য এবং ‘বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি’ (ইঊঈচ) এর সম্মানিত সদস্য।
প্রকাশিত বই:
স্বাস্থ্য সুরক্ষায় মাইন্ডফুলনেস অনুশীলন (১ম সংস্করণ) (২০১৯) লিপি গ্লোরিয়া রোজারিও ও জেমস্ শিমন দাস
প্রশান্তি (২০১৯) লেপ্রা বাংলাদেশ স্টাফ, স্বেচ্ছাসেবী এবং কাউন্সেলরদের জন্য মাঠ পর্যায়ে ব্যবহৃত মানসিক স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা
আত্মহত্যা: মনো-সামাজিক ব্যবচ্ছেদ (২০২০) লিপি গ্লোরিয়া রোজারিও ও জেমস্ শিমন দাস (পুস্তিকা)
মনোবিজ্ঞান চর্চা: দৈনন্দিন জীবনের উদ্বিগ্নতা, বিষণœতা ও আত্মবিশ^াসহীনতা কাটিয়ে উঠার উপায় (১ম সংস্করণ, ২০২১ ও ২য় সংস্করণ, ২০২৩) লিপি গ্লোরিয়া রোজারিও ও জেমস্ শিমন দাস
কাউন্সেলিং দক্ষতা (২০২২) লিপি গ্লোরিয়া রোজারিও ও জেমস্ শিমন দাস
দাম্পত্য কাউন্সেলিং (২০২৩) লিপি গ্লোরিয়া রোজারিও ও জেমস্ শিমন দাস