প্রশান্ত মৃধা ১৯৭১ সালের ২০ নভেম্বর বাগেরহাটে জন্মগ্রহণ করেন। তিনি বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি (১৯৮৮) ও সরকারি প্রফুল্লচন্দ্র কলেজ থেকে এইচএসসি (১৯৯০) পাস করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগে শিক্ষকতা করছেন। গল্প, উপন্যাস, প্রবন্ধ, সাহিত্যিক কলাম ও শিশু সাহিত্য মিলিয়ে তাঁর সাহিত্যজীবন বৈচিত্র্যময়। তাঁর প্রকাশিত গ্রন্থ প্রায় অর্ধশত।
সৃজনশীল সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার (২০১০), আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার (২০১৬), সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার (২০১৭) এবং জেমকন সাহিত্য পুরস্কার (২০১৮)।