১৯৪৪-এ ঢাকায় জন্ম। ৪০ বছরের বেশি সময় ইংরেজি ভাষায় শিক্ষকতা। পাঁচ দশকের বেশি নাট্যচর্চায় সম্পৃক্তি। সত্তরের দশক থেকে নাটক লেখা শুরু। ২৫ বছর আগে তার লেখা দায়বদ্ধ’ বাংলা থিয়েটারের মরা কোটালে অগণিত দর্শক-ধন্য ভরা কোটালের সূচনা করেন। তাঁর আগে-পরে দুই হুজুরের গপ্পো’,। ‘জ্ঞানবৃক্ষের ফল’, কর্ণাবতী’, ‘অনিকেত সন্ধ্যা’, ‘দিলদার’, ‘দামিনী হে’, ‘জাহানারা ! জাহানারা!’, ‘ঈপ্সা’ প্রভৃতি জনপ্রিয়তার তুঙ্গে ওঠা নাটক। এই মুহূর্তে ৪০টি মৌলিক | বাংলা নাটক ছাড়াও ৩৬টি উল্লেখযােগ্য। বিদেশি সৃষ্টির রূপান্তর ও ৩টি অনুবাদ গ্রন্থ। নিয়ে তার সৃজন-বৈভবের প্রকাশ। অজস্র। পুরস্কার, সম্মাননার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, মৌলিক ভাবনা-ঋদ্ধ বক্তব্য। উপস্থাপনা আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, । সংগঠনে আর সমাজ-সাহিত্য-থিয়েটার বিষয়ক আলােচনায় তার প্রজ্ঞা ও অভিজ্ঞতার উপর মানুষের বিশ্বাস – ৭০ পার করা নাটককারকে অবিশ্রান্ত চলমানতা দিয়ে যাচ্ছে। প্রায় সমস্ত দৈনিক ও নাট্য বিষয়ক পত্রিকার নিয়মিত লেখক। এ পর্যন্ত প্রমাণিত গ্রন্থ সংখ্যা ৪০ ছাড়িয়েছে। নাটকের সূত্রে এশিয়া ও ইউরােপের নানান দেশ ঘুরেছেন।