এনামুল হক ইবনে ইউসুফ সমসাময়িক বাংলা কথাসাহিত্যের এক অনন্য নাম। তিনি জীবন, সম্পর্ক ও মানবমনকে গভীর দৃষ্টিতে দেখেন এবং সেই অন্তর্দৃষ্টি প্রকাশ করেন সাহিত্যিক ভঙ্গিতে। তাঁর লেখায় পাঠক খুঁজে পান জীবনের অপ্রকাশিত কান্না, ভাঙাগড়া সংসারের টানাপোড়েন, ভালোবাসার কোমলতা এবং শূন্যতার বেদনাময় রূপ।
উপন্যাস জোড়াতালির সংসার-এ তিনি পারিবারিক জীবনের জটিল টানাপোড়েন, স্মৃতি ও না-পাওয়ার দীর্ঘশ্বাসকে বাস্তব অথচ কাব্যিক ভাষায় তুলে ধরেছেন। স্নেহময়ী-তে মায়ের স্নেহ, ভালোবাসা ও পারিবারিক সম্পর্কের আবেগঘন চিত্রায়ন করেছেন। আর শূন্যস্থান-এ তিনি মানবমনের নিঃসঙ্গতা, আধ্যাত্মিক অনুসন্ধান ও জীবনের দর্শনকে নতুন এক বয়ানে সাজিয়েছেন। এসব রচনার মধ্য দিয়ে তিনি পাঠকের মনে প্রশ্ন জাগান—মানুষ আসলে কী খুঁজে বেড়ায়, আর শূন্যতার মাঝেই বা কোথায় তার পূর্ণতা?
শুধু উপন্যাস নয়, তাঁর অনুকাব্য, অনুগল্প ও দার্শনিক গদ্যও সমানভাবে পাঠকপ্রিয়।