Category:ভ্রমণ ও প্রবাসঃ বিবিধ
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
সময় এখন নিজেকে জানার। নিজেকে ক্রমাগত আবিষ্কারের ভিতর দিয়ে অর্জন করতে হবে বহুমাত্রিক রশদ। তারপর আন্তর্জাতিক আকাশে উড়াল দিলে সে কর্মের আনন্দই হবে আলাদা। জয়ের সম্ভাবনাও সেখানে শত ভাগ নিশ্চিত।
এই জানবার আকুতিই 'ফিরে ফিরে আসি'। এই ফেরা নিজের কাছে, নিজের অন্তরের কাছে। নিজের সম্পদ ও সম্ভারের কাছে। নিজেকে ঘুরে ফিরে দেখবার জন্য। সমৃদ্ধ হওয়ার জন্য। এ হলো এক ধরণের খনন এবং উন্নয়ন। সেজন্য পথের কাঁটাগুলো সরিয়ে ফেলতে হবে। কারণ আমাদের জন্য দ্যুতিময় ভবিষ্যৎ অপেক্ষমান।
Report incorrect information