আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
আমি শ্রান্ত, আমি অশান্ত!
আমি তুমিহীন এক দুরারোগ্য রোগে
আক্রান্ত!!
নেই কোনো বৈদ্য-কবিরাজ-ডাক্তার!
এ যে মরণ রোগ!
এ রোগের নেই কোনোই পরিত্রাণ!!
আবেগি মনে ভর করেছে দারুণ পীড়া!
এ পীড়া কভু হয় নাকো জ্বলে-পুড়ে খাঁটি হীরা!
চাতক যেমন বছরে একবার পানি পান করে হয় তৃপ্ত!!
ঠিক তেমনি ভুলে হোক, হোক অজান্তে একটিবার কেবল একটিবার বলো বড্ড ভালোবাসি
তবেই আমি হবো শ্রান্ত থেকে শান্ত!!