১৯৯৫ সাল থেকে ইত্তেফাক, ইনকিলাব, যুগান্তর, সমকাল, যায়যায়দিনসহ বিভিন্ন দৈনিকের ছোটদের বিভাগে নিয়মিত শিশুতোষ ছড়া লেখেন মোমিন মেহেদী। শিক্ষনিয় কিন্তু নান্দনিকভাবে উপস্থাপিত তাঁর ছড়াগুলো নিয়ে ২০০২ সাল থেকে মোট ৭ টি বই প্রকাশিত হয়েছে।
‘এই পৃথিবী আলোর জন্য’ তাঁর আরেকটি ছড়াগ্রন্থ। যেখানে নিপুন ভালোবাসায় তিনি লিখেছেন নিমগ্ন মনের কথা-ছড়া কথা অপার ছন্দবদ্ধতায়। ৩৫ ছড়া রয়েছে এই গ্রন্থের মধ্যে। নিখাদ ছড়ার জন্য নিরলস পঠন ও পাঠের সাথে থাকা মোমিন মেহেদীর বইটি প্রকাশ করেছে সাউন্ডবাংলা। বইটি পড়ুন-সংগ্রহে রাখুন