ভাস্কর্য এপিঠ ওপিঠ নিঃসন্দেহে আলোকিত সমাজ নির্মাণে নিবেদিত থাকা আলোর পথের যাত্রী রাজনীতিক-কলামিস্ট-শিক্ষক ও গবেষক মোমিন মেহেদীর রচিত অনন্য গ্রন্থ। এই গ্রন্থে তিনি নিরলসভাবে ব্যাখ্যা করেছেন নীতি-আদর্শ-সততায় আমাদের ধর্ম-মানবতা-সমাজ-সভ্যতায় ভাষ্কর্যের অবস্থান। নিয়ে এসেছেন ধর্মীয় ব্যাখা তথ্য-প্রমাণসহ। তিনি এপিঠ ওপিঠ বলতে বোঝানোর চেষ্টা করেছেন- ‘ইসলাম মানবিক ধর্ম এই ধর্মে কোথাও কোন কতল বা খুনাখুনি নেই।’ তিনি ঘুষ-সুদ-দুর্নীতির বিরুদ্ধেও দিয়েছেন ব্যাখ্যা। পড়ুন-সংগ্রহ করুন- ভাষ্কর্য এপিঠ ওপিঠ। জানুন কেন? the SCULPTURE upside down...