আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
অল্প কথায় নাতিদীর্ঘ কাহিনিকে বিমূর্ত করে তোলার সহজ বাহন হলো ছোট গল্প।মন কেনো কাঁদে?একেকজন একেক রকম উত্তর দেবে।তবে মজার ব্যাপার হলো "মন শূন্যে ওড়ে,আর পা থাকে মাটিতে।জীবনের করুণ বৈপরীত্য এখানেই।"
আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়েই কিছুক্ষণ-বইটি রচিত। সত্য
হলো কল্পকাহিনির চাইতে ও আশ্চর্যতরো।এটা আপ্তবাক্য। যে কাহিনির মূলে সত্যের স্পর্শ থাকে না,সে কাহিনি মূল্যহীন।এই বই এর সব গল্পগুলো প্রেম বিরোহ দিয়ে ভরা।নর নারীর প্রেম হলো সবচাইতে জটিলতম শিল্পকর্ম। প্রেম ও প্রণয় এই দুটি শব্দের ভেতর প্রেমজ অঙ্গিকারের বন্ধন না থাকলে প্রেমের কাহিনি বয়ান করা যায় না।প্রতিটি গল্পে নারী ও পুরুষের চরিত্রকে এমন জীবন্তভাবে উপস্থাপন করা হয়েছে যে,দুটি চরিত্রেরই মনোজগৎ উন্মোচন করা হয়েছে।
গ্রন্থটি পাঠ করলেই মনে হবে, জীবনের করুণতম অভিজ্ঞতার উৎস থেকেই জন্ম লাভ করেছে প্রতিটি চরিত্র। প্রেমকে টিকিয়ে রাখতে গেলে যেমন সৎ একনিষ্ঠ হৃদয়বৃত্তির প্রয়োজন।তেমনি প্রয়োজন প্রেমকথা বয়ান করার জন্য এক ধরনের নিষ্ঠা ও সততার।
শক্তির সাথে সততার সম্মিলন সচারাচর ঘটে না।আমি চেষ্টা করেছি সেই বাস্তবতাকে তুলে ধরতে।
প্রতিটি গল্প নর নারীর প্রেমকে উপজীব্য করে লেখা হয়েছে।অসাধারণ লিপি কুশল ও ধ্রুপদধর্মী এই গল্পগুলোয় প্রেম, প্রত্যাশা, বিরহ ও হেরে যাওয়া প্রেমিকের প্রতিশোধ পরায়ণ ব্যঞ্জনায় দেদীপ্যমান হয়ে উঠেছে।
খুব সাধারণ, খুব পরিচিত কিছু ঘটনা দিয়ে গল্পগুলো লেখা হয়েছে।গল্পের শুরুতে মনে হতে পারে, আরে,এ সব ঘটনা তো আমরা দেখেছি, জেনেছি ,এবং প্রায়ই ঘরে ঘরে জীবন থেকে জীবনে ঘটে যাচ্ছে অহরহ। কিন্তু শেষে এসে মনে হবে এমনি তো হচ্ছে সবখানে।
কোন কোন গল্পে হয়তো কিছুই ভাববেন না।তারপর ও গল্পগুলো পড়ে ভেতরে ভেতরে কখনো হাসবেন, কাঁদবেন, রেগে যাবেন, এমন হওয়া উচিৎ ছিলো বলবেন বা বোধহীন ভাবে চুপ থাকবেন।
তারপর -----
নীরব একটা দীর্ঘশ্বাস ফেলে বলবেন, হায়রে জীবন!
পরাজিত আমিত্যের শেষ আশ্রয় কি তাহলে আত্মনুকম্পা?