আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
আমি রাজনীতিজ্ঞ নই কিন্তু আমি রাজনীতি সচেতন একজন 'দুঃখীমানুষ'-এর কাতারে দণ্ডায়মান। বিভিন্ন দিবসে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের রেকর্ড শুনে অনুভব করলাম যে, এই ভাষণ বোধ হয় এডিট করা। সেই অনুভবের টানে বিভিন্ন বইপত্র পড়া শুরু করলাম। সেখানেও তারতম্য লক্ষ করলাম। অনুধাবন করতে পারলাম এর সঙ্গত কারণ। কিন্তু মন মানলো না। তদানীং রেসকোর্স মাঠে বঙ্গবন্ধুর মুখ নিঃসৃত সেই দিনের প্রতিটি শব্দ শোনার জন্য উদগ্রীব হয়ে থাকলাম। খুঁজতে খুঁজতে ‘ডিএফপি' পরিচালিত একটি ভিডিও পেয়ে গেলাম। শুনলাম, বারবার শুনলাম। হ্যাঁ অনেক শব্দ এমনকি বাক্যও এখানে রয়েছে যেগুলো সম্ভবত অপ্রয়োজনীয় মনে করে এডিট করে দেওয়া হয়েছে। এ-বিষয়ে বিশেষজ্ঞরা ভালো মতামত দিতে পারবেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমি অবাক হয়েছি। কারণ আমি মনে করি জাতির ক্রান্তিলগ্নে হিমালয় সদৃশ বঙ্গবন্ধুর বিশ্বনন্দিত ভাষণের প্রতিটি ধ্বনি অমূল্য এবং স্মরণযোগ্য ।
বঙ্গবন্ধু আমার, বঙ্গবন্ধু বাঙালি জাতির। তাঁর কর্মকাণ্ডের প্রতিটি মুহূর্তের স্মৃতিচারণ আনন্দের, সুখের, গর্বের, ঐতিহ্যের। তাই, আমি অত্র প্রচারিত ভাষণ থেকে বাক্যগুলো আলাদা আলাদা নির্দিষ্ট করে যুবক সমাজের বোধ-উপযুক্ত বিশ্লেষণ করার চেষ্টা করেছি।