আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
১৯৯৫ সালে থেকে ২০২২। সময়ের হিসাবে ছোট পত্রিকা মধ্যাহ্ন এখন ২৭ বছরের যুবক। শুরুটা হয়েছিল কবি শক্তি চট্টোপাধ্যায়কে দিয়ে। বোহিমিয়ান শক্তির চিতার আগুনেই জন্ম। এরপর অনিয়মিতভাবে মধ্যাহ্ন প্রকাশিত হয়েছে। মূলত কবিতার সঙ্গে ঘর সংসার। কবিতা স্বপ্ন সঞ্চারী এক ইশতেহার। আর কবিরা দ্রষ্টা। আর অনিবার্য কারণে যুদ্ধ, সাম্প্রদায়িক হিংসা, রাষ্ট্রের নিপীড়নের মুখোমুখি দাঁড়িয়ে পড়তে পারেন কবিরাই । কবিতাই নিপীড়িতের পাল্টা বয়ান তৈরি করতে পারে পারে। যুদ্ধ ও নিপীড়নের সেসব সময়ে মধ্যাহ্ন সেই দায় অনুভব করেছে। তবে অপার জীবনের বিস্ময়ে আবার ফিরেও গেছে। সব মিলিয়ে এ নিয়ে প্রকাশিত মধ্যাহ্নের ১২টি সংখ্যা এসবেরই চিহ্ন বহন করছে। এবার মধ্যাহ্ন প্রকাশিত হলো এই শহরের এমন এক কবিকে নিয়ে যিনি নিজের সময়ের চেয়ে ঢের এগিয়ে। তিনি সদ্য প্রয়াত কবি শাহিদ আনোয়ার। যে রহস্যময় কারণে সমকালের চোখ মহৎ কবির পূর্ণ অবয়ব দেখতে ব্যর্থ হয়, তেমন কোনো কারণেই হয়তো কবি শাহিদ আনোয়ারের অনেক কিছুই পাঠকের অজানা- অচেনা। এবারের মধ্যাহ্নে এর কিছু নিদান মিলবে হয়তো। কবির সৃষ্টির কাছে আমাদের বিস্ময় নতজানু হয়ে থাকুক। শাহিদ আনোয়ার নতুন করে মূল্যায়িত হোক পাঠকের হৃদয়ে। এটাই প্রত্যাশা।
Report incorrect information