শরতের মেঘমালা ছুটে বেড়াচ্ছে দিক থেকে দিগন্তে। বাতাসে শুষ্কতা নগর জীবনেও টের যাচ্ছে। রোদের তেজ নরম হয়ে আসছে। মাঠে কাশফুল ফুটতে শুরু করেছে। এরকম একটি মনোরম প্রকৃতিতে পাঠকের আনন্দ-আবেশকে আরও বাড়িয়ে তুলতে অনুষঙ্গ হিসেবে যুক্ত হলো দেশকাল পত্রিকার ২২তম সংখ্যা। এবারের সংখ্যায় গল্প,কবিতা,প্রবন্ধ ছাড়াও আরও অনেক বিষয় যুক্ত হয়েছে।