আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
এইটুকুন একটা ভূত। মানে বাচ্চা ভূত আর কি! এই বাচ্চা ভূতটা চলে নিজের ইচ্ছে মতো। যা ইচ্ছে হয় তার তাই করে। কথায় কথায় ভেংচি কাঁটে ভেংচি কেটেই শেষ না। বুড়ো মানুষের মোত খুকুর খুকুর করে কাশে। কাশি শেষ হলে আবার কপালের চামড়া বটে চোখ দুটো কেমন করে কপালে টেনে তুলে নেয়। তারপর পা দুটো ওপরের দকিে তুলে হাতে ভর দিয়ে ধনিধনিতা, ধনিধনিতা করে তিনটা নাচ দেয়।
বাচ্চা ভূতটার নাম ঘুগিল ঘুকর। তার মা আদর করে ডাকে- ঘুঘু। খাবার সময় হলে তার মা বলে-ও ঘু ঘু, আয়তো মা, মরা চাঁদরে এক বাটি আলো খয়েে যা।’ এরপরের ঘটনা জানতে হলে পাতা উল্টতে থাক...