আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
সারা বাংলার বন্ধু আমরা সবাই ভালোবাসার বন্ধনে ছড়িয়েছি একে অপরের সাথে বন্ধুর ডাকে।
একানব্বয়ের সেই ঘূর্ণিঝড় আমাদের পারেনি তো রুখতে একানব্বই একানব্বই একানব্বই আমরা একানব্বই
একসাথে এক হয়ে চলবো মোরা কাঁদে কাঁদ রেখে হাত ধরে কঠিন সময় পাড় হবো। নিঃশ্বাসে-বিশ্বাসে ভর করেভ একানব্বই একানব্বই একানব্বই আমরা একানব্বই।
আমরা সারা বাংলার বন্ধুরা ছড়িয়েছি বিশ্বময়,
আমরা সবে মিলে এই বিশ্ব করবো জয়।
একানব্বই একানব্বই একানব্বই আমরা একানব্বই।