ক্লাসের ফাস্টবয় টুলু। দেখতে বেশ নাদুস-নুদুস। টুলু খুব ফর্সা। টুলু বাবা- মা কালো। টুলু ফর্সা রাজপুত্রের মতো হলো কেন? দাদির গায়ের রং পেয়েছে। টুলুর দাদি দেখতে রাজরানীর মতো ছিল। টুলুর হাসিটা খুব চমৎকার। হাসলে গালে টোল পড়ে। সেই থেকে ওর নাম 'গালটোলা টুলু'। দশম শ্রেণিতে তিনজন টুলু আছে। একজন মোটকা টুলু। ওর রোল সাঁইত্রিশ। আরেকজন ছক্কা টুলু। ছক্কা টুলু ক্রিকেটে ছক্কা হাঁকাতে পারে ভালো। ছক্কা টুলুর রোল একুশ। ক্লাসের বন্ধুরা গালটোলা টুলুকে খুব পছন্দ করে। বেশি পছন্দ করে লুনা। লুনার রোল দুই। লুনার বাবা গফুর আলী। খুব প্রভাবশালী ব্যক্তি সে।
সে একদিন সিদ্ধান্ত নিলো গালটোলা টুলুকে খুন করবে!
গালটোলা টুলু একজন কিশোর। এবার দশম শ্রেণিতে উঠেছে।