আমাদের যাত্রা শুরু হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০১৬-এ ‘মায়াকানন’ বার্ষিক পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে। প্রথমদিকে প্রকাশনা সংস্থা হিসাবে কাজ করার কোনও পরিকল্পনা ছিল না। সে কারণেই প্রথম তিন বছর শুধুমাত্র ‘মায়াকানন’ বার্ষিক পত্রিকার প্রকাশনা হয়েছিল। কিন্তু তৃতীয় বছরে ‘মায়াকানন’ বার্ষিক পত্রিকার সকল কপি অতি স্বল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে গেলে ‘মায়াকানন’-এর উপন্যাসগুলিকে আলাদা বই হিসাবে প্রকাশ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই সময় থেকেই প্রকাশনা সংস্থা হিসাবে কাজ করার উদ্যোগ নেওয়া হয়। ২০২০ সালের কলকাতা বইমেলায় চারটি বই প্রকাশের মধ্য দিয়ে ‘মায়াকানন’ প্রকাশনের যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত বাংলা ও ইংরেজি ভাষায় ত্রিশেরও বেশি বই প্রকাশ করেছি আমরা।