প্রীতি প্রকাশন—সাহিত্য ও ইতিহাসের প্রেমে নিবেদিত এক যাত্রা। আমাদের বই মানেই সময়ের গহীন থেকে তুলে আনা গল্প, যেখানে আছে বীরত্ব, বিশ্বাস, এবং ভাবনার গভীরতা।
নসীম হিজাযী, আবদুল হক, আসাদ বিন হাফিজসহ প্রখ্যাত লেখকদের অনুবাদ উপন্যাস, ইসলামি সাহিত্য, ঐতিহাসিক চরিত্র ও কুরআন বিষয়ক আলোচনা আমাদের প্রকাশনার মূল ধারা। আমরা বিশ্বাস করি—একটি ভালো বই শুধু জ্ঞান দেয় না, হৃদয় ছুঁয়ে যায়।
আমাদের ভাবনা সহজ: পাঠকের হাতে তুলে দিতে এমন বই, যা পড়ে মনে হয়—এ গল্প আমার, এ ইতিহাস আমাদের। প্রীতি প্রকাশন তাই শুধু প্রকাশ করে না, পাঠকের অন্তরে বুনে দেয় এক অনন্ত অনুভব।