উম্মতের সুদীর্ঘ ইতিহাসে ছিল এক দীপ্তিময় সময়—যখন এ উম্মত ছিল পৃথিবীর পথপ্রদর্শক, ছিল সত্য আর ন্যায়ের পতাকাবাহক। আজ সে গৌরব ঝাপসা হয়ে এসেছে, ঘুমিয়ে পড়েছে এক সময়ের সেই বিজয়ী জাতি।
তবে আমরা বিশ্বাস করি—এই ঘুম ভাঙবে। এই উম্মত আবারও জাগবে। আর সে জাগরণের আলো জ্বালাবে সেই প্রজন্ম, যাদের হৃদয়ে বেঁচে আছে অবিনাশী স্বপ্ন, যাদের দৃষ্টিতে লুকিয়ে আছে নব জাগরণের সম্ভাবনা।
সিতারা প্রকাশ সেই স্বপ্নেরই বাহক।
আমরা মেহনত করি তাদের জন্য, যারা দিক হারিয়েছে দুনিয়ার রঙিন মোহে, যারা জানে না কোন পথে গেলে পৌঁছানো যাবে আসল গন্তব্যে। আমাদের বই সেই দিকনির্দেশনার সাথী—যেখানে শব্দের মাধ্যমে তুলে ধরে সত্যের মুখ, চিনিয়ে দেয় হারানো ঠিকানা। মনে করিয়ে দেয় নিজেদের অঙ্গীকার, আমরা তো কেবল জান্নাতের বিনিময়েই আমাদের বিক্রি করি।
আমরা বিশ্বাস করি, তরুণ হৃদয়ই উম্মতের আসল শক্তি। তাদের জাগাতে পারলেই ফিরবে হারানো সময়, ফিরবে বিজয়। আর সেই জাগরণ শুধু জ্ঞানের খোরাক নয়, হৃদয়ের অনুরণন; শুধু তথ্য নয়, বরং চিন্তার আলোকবর্তিকা।
সিতারা প্রকাশ তাই শুধু প্রকাশনাই নয়—এ এক আহ্বান।
আহ্বান সেই পথে, যেখানে জীবন দুনিয়ার ক্ষণিক মোহ পেরিয়ে পৌঁছে যায় চিরস্থায়ী পরিণতির দিকে।
আহ্বান সেই সত্যের পথে, যেখানে অপেক্ষা করে উম্মতের বিজয়, অপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টি।
আমরা স্বপ্ন দেখি—এই তরুণরাই একদিন চিনে নেবে তাদের আসল পথ, বুঝে নেবে এই দুনিয়া তাদের গন্তব্য নয়—এ তো শুধু মহাকালের অনন্ত যাত্রার সূচনা মাত্র।
সিতারা প্রকাশ সেই যাত্রারই সঙ্গী, সেই স্বপ্নেরই কারিগর।
শব্দে, চিন্তায়, মেহনতের প্রতিটি ধাপে আমরা খুঁজি উম্মতের জাগরণ—এক নতুন ভোর, এক নতুন প্রজন্মের।