মুসলিম উম্মাহ আজ সংকটকালীন সময় পার করছে। তাদের রাষ্ট্র, সমাজ, পরিবার, ব্যক্তি, শিক্ষা, শিল্প, অর্থনীতি, রাজনীতি—প্রতিটি ক্ষেত্র ও প্রতিষ্ঠানই আধুনিক জাহিলিয়াতের আঘাতে ক্ষতবিক্ষত। আমরা স্বপ্ন দেখি, ক্ষতবিক্ষত উম্মাহর শক্তিশালী উত্থানের।
‘সাহিত্য’ বিপ্লব ও সংস্কারের অন্যতম প্রধান অস্ত্র। আমরা এমন এক সাহিত্যভান্ডার নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ, যা উম্মাহর জাগরণ, সংস্কার ও বিপ্লবের ভিত রচনা করবে। মুসলিম প্রজন্মকে গড়বে জাতির বিপ্লবী কান্ডারি ও সৈনিক হিসেবে ইনশাআল্লাহ। তাই পাঠকদের কাছে দুআ প্রত্যাশী, আমাদের হরফের পাতাগুলো যেন উম্মাহর সার্বিক বিজয়ের ভিত নির্মাণে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে সফল ও কবুল হয়। আমিন।