আজব প্রকাশ একটি বাংলাদেশি স্বাধীন ও স্বতন্ত্র প্রকাশনা সংস্থা। যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২০ সালের ১৩ নভেম্বর। সাহিত্যপ্রেম এবং সৃজনশীলতার প্রতি গভীর নিষ্ঠা নিয়ে আজব প্রকাশ আত্মপ্রকাশ করে একেবারে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। শুরু থেকেই আজব প্রকাশ ভিন্ন স্বাদের সাহিত্য এবং নতুন লেখকদের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
আজব প্রকাশের পরিধি শুধু একধরনের লেখায় সীমাবদ্ধ নয়। এ পর্যন্ত সংস্থাটি জীবনী, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ, অনুবাদসহ নানান ঘরানার লেখা প্রকাশ করেছে। সাহিত্যের মূল স্বাদ, ভাষার গুণগত মান এবং বিষয়বস্তুর অভিনবত্বে বিশ্বাসী আজব প্রকাশ পাঠকদের হাতে তুলে দিয়েছে এমন কিছু বই, যা চিন্তার খোরাক জুগিয়েছে এবং পাঠকহৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে।
তরুণ ও নবীন লেখকদের কণ্ঠস্বর তুলে ধরার পাশাপাশি প্রতিষ্ঠিত লেখকদের নতুন কাজেরও আশ্রয়স্থল হয়ে উঠেছে আজব প্রকাশ। স্বাধীন ভাবনা, সাহসী বিষয়বস্তু আর মননশীল দৃষ্টিভঙ্গিকে ধারণ করে আজব প্রকাশ এগিয়ে চলেছে এক অন্যরকম সাহিত্যভুবনের পথে।
আজব প্রকাশ বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রকাশনার প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখে।