বর্তমান পিরোজপুর জেলার স্বরূপকাঠীতে জন্ম ষাটের দশকে। বাবার সরকারী চাকুরীর সুবাদে দেশের প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে লেখাপড়া। এখনো ভ্রমণে উৎসুক।
সত্তর দশকের শেষ ভাগে লেখালেখি শুরু। নব্বই দশকের প্রথম ভাগে বই প্রকাশ। প্রধানত গদ্য সাহিত্যে বিচরণ।
শিশুতোষ লেখায় পারঙ্গম। নব্বইয়ের দশকে স্কাউটিং নিয়ে জাতীয় দৈনিকে ব্যাপক লেখালেখি। ঐ সময়েই বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লেখার প্রচেষ্টা। প্রকশিত গ্রন্থ ১৪। প্রবন্ধের বই এটিই প্রথম। 'প্রেসিডেন্ট স্কাউট হতে হলে' শিরোনামের একটি বই বাংলাদেশ স্কাউটস নিষিদ্ধ করেছিল। তিনি বাংলাদেশ স্কাউটস এর লিডার ট্রেনার, বাংলা একাডেমীর জীবন সদস্য। ঢাকা থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক সম্পাদনা করছেন প্রায় দেড় যুগ ধরে।