অন্তরে বাউল একজন মানুষ। দীর্ঘদিন ধরে কাজ করছেন টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে।
জন্ম টাঙ্গাইলে, বেড়ে ওঠা ঢাকা এবং চট্টগ্রামে। পড়াশোনা করেছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজ, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এবং আইবিএ তে। রাষ্ট্র এবং সমাজকে জানার তাড়নায় বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করছেন।
লেখালেখির ঝোঁক ছোটবেলা থেকেই। সমাজ-সংসারকে দেখেন সম্পুর্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে — যেখানে লেনদেন, লাভ-ক্ষতি আর পাওয়া-না পাওয়ার বাইরেও নিজেকে এই বিশ্বের সকল অস্তিত্বের ক্ষুদ্র অংশ জেনে কৃতজ্ঞতার যেমন শেষ নেই, তেমন শেষ নেই জীবনকে বুঝতে চাওয়ার তাড়না। সেই তাড়নাই উঠে এসেছে কবিতার পঙক্তি হয়ে যেখানে সংসার-বৈরাগ্য, প্রেম কিংবা অপ্রেম, ভালো-মন্দ, আচার-অনাচার, ন্যায়-অন্যায়—সবই উঠে এসেছে দূরে ঠায় বসে পৃথিবীর রহস্য বুঝতে চাওয়া পরিব্রাজকের দৃষ্টিতে।
নেশা বই পড়া এবং বনে-বাদারে ঘোরাঘুরি করা। গান শুনতে এবং গাইতে ভালোবাসেন।
লেখকের প্রকাশিত বইসমুহ -
কাব্যগন্থ:
ছায়াবৃক্ষ (২০১৭)
কফির পেয়ালা হাতে (২০২০)
মৃত্যুর ফেরিওয়ালা (২০২৫)
উপন্যাস:
গ্রহণকাল (২০১৮)
রহস্যবালক (২০১৮)
মাহিনের এক জীবন (২০২০)