সাহিত্যের প্রতি আসিফ মেহ্দীর ঝোঁক ছাত্রজীবন থেকেই। দেশসেরা দুই ফান ম্যাগাজিন উন্মাদ ও `রস+আলো`তে লেখার সুবাদে আসিফ মেহ্দী পেয়েছেন তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। ব্যঙ্গ আর হাস্যরসের সঙ্গে গভীর জীবনবোধের প্রতিফলন রয়েছে তাঁর কাহিনিগুলোতে। ৪র্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষার্থীদের বিজ্ঞানের বেগ ও মানবিক আবেগের সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নানা উপকরণ আছে তাঁর লেখা কল্পবিজ্ঞান ও বিজ্ঞান বিষয়ক বইগুলোতে। বেস্ট সেলারের তালিকায় রয়েছে মায়া, বধির নিরবধি, অপ্সরা, তরু-নৃ, অদ্রির অভিযান, আড়াল। এখন তিনি লিখছেন কিশোর আলো, বিজ্ঞানচিন্তা ও `বিজ্ঞান আনন্দ`তে। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ছত্রিশ। অর্জন করেছেন ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার, আর্টলিট সেরা বই পুরস্কার, ডিজি অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ উপস্থাপক অ্যাওয়ার্ড, বিমানবাহিনী প্রধানের শ্রেষ্ঠ মেধা ট্রফি, অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্সসহ নানাবিধ পদক ও সম্মাননা। তিনি বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত। এসএসসি ও এইচএসসিতে বোর্ড-স্ট্যান্ড এবং গ্রাজুয়েশন করেছেন বুয়েটে। যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন এমএসসি। আসিফ মেহ্দী বাংলাদেশ বেতারের উপ-স্টেশন প্রকৌশলী। তাঁর সহধর্মিণী মৌবীণা জ্যাকলিন বারি পেশায় ডাক্তার।