জন্ম ১৩ই জুলাই, ১৯৯২-তে, কলকাতায়।
কারিগরী বিদ্যা নিয়ে পড়াশোনা শেষ
করলেও, সাহিত্যের প্রতি অপ্রতিরোধ্য আকর্ষণে সাহিত্যচর্চাকেই নিজের পেশা
হিসেবে গ্রহণ করেছেন তিনি।
ইতিমধ্যে তরুণ প্রজন্মের কাছে প্রিয় লেখক। লেখালেখি এবং অডিও জগতে সমান স্বচ্ছন্দ। বাংলার অন্যতম অডিও স্টোরি সিরিজ, মিডনাইট হরর স্টেশনের সহ-প্রতিষ্ঠাতা তিনি। বর্তমানে নিজের ইউটিউব চ্যানেল ছাড়াও কাজ করছেন জনপ্রিয় রেডিও শো সানডে সাসপেন্স-এর সঙ্গে।