তরুণ কওমি আলেম। জন্ম ও পড়ালেখা নেত্রকোণা জেলা সদরে। পড়তে, লিখতে, ভাবতে ভালোবাসেন। ২০১৪ সালে নেত্রকোণাস্থ জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সমাপ্ত করেছেন। কর্মজীবনে কওমি মাদরাসায় শিক্ষকতা করেছেন, মাকতাবুল হাসান, ঢাকা প্রকাশনা প্রতিষ্ঠানে সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পূর্ণরূপে লেখালিখি পেশায় নিয়োজিত আছেন। ইতিমধ্যে তার একাধিক অনুবাদকর্ম এবং সম্পাদিত ও নিরীক্ষিত অনুবাদ প্রকাশ পেয়েছে। এখন পর্যন্ত আদাবুল ইখতিলাফ, ইসলামি রাষ্ট্রব্যবস্থা, ইসলামের চারিত্রিক ইতিহাস, মুসলিম মতাদর্শের ইতিবৃত্ত, নবিজির প্রতি ভালোবাসা, তাজকিয়াতুন নফস, আমার নামাজি সন্তান-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কলম ধরার তওফিক লাভ করেছেন। আল্লাহ উভয় জগতে তার জীবনকে আলোকিত করুন।