আহনাফ তাহমিদের জন্ম ১৯৯৫ সালের ৯
অক্টোবর। জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। ঢাকা
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা
বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। বেশ কিছু
ছোটগল্প রচনা করেছেন, সেগুলো ছাপা হয়েছে
বিভিন্ন সংকলনে। থ্রিলার, ফ্যান্টাসি, হরর জনরায়
লিখতে ও অনুবাদ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
থ্রিলার সাহিত্যে চমৎকার কিছু অবদান রেখে
যাওয়ার একান্ত ইচ্ছা তুলা রাশির এই জাতকের।
এলিফ্যান্টস ক্যান রিমেম্বার, সিক্রেটস অফ
মেন্টাল ম্যাথ, দ্য বাস্টার্ড অফ ইস্তানবুল তার
অনুবাদ গ্রন্থ। 'আলাদিন' তার প্রথম মৌলিক
থ্রিলার।