Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Hafiz Zubayer Ali Zai (R.H.) books

followers

হাফিজ যুবায়ের আলী যাঈ (রহ.)

যুবায়ের আলী যাঈ (উর্দু: حافظ زبیر علی زئی‎‎ ) একজন প্রচারক, ধর্মতত্ত্ববিদ, ইসলামী পণ্ডিত, মুহাদ্দিস এবং পাকিস্তানের প্রাক্তন বণিক সামুদ্রিক ছিলেন। উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস তিনি। এবং সুনানে আরবা'আ এবং মিশকাত আল মাসাবীহ এর সবচেয়ে বেশি নির্ভুল তাহকিক করেছেন তিনি। এবং অন্য অন্য অসংখ্য হাদিস ও হাদিস গ্রন্থ তাহকিক ও তাখরিজ করেছেন। তাকে পাকিস্তানের আলবানী নামে অভিহিত করা হয়। যুবায়ের আলী যাঈ পশতুন উপজাতি থেকে এসেছিলেন, এটি নিজেই বৃহত্তর দুররানি কনফেডারেশনের একটি শাখা ছিল যাঁরা তাদের বংশদ্ভুতভাবে দুররানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আহমদ শাহ দুরানির কাছে ফিরে এসেছিলেন। তিনি ১৯৫৭ সালে পাঞ্জাব এর এটক জেলার কাছাকাছি পীরদাদ গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৮২ সালে তিনি বিয়ে করেন এবং তার ৩ ছেলে (তাহির, আবদুল্লাহ সাকিব ও মুয়াজ) এবং চার কন্যা ছিলেন। তিনি ছিলেন বহুভাষা (বহু ভাষায় কথা বলতে সক্ষম); স্নাতকোত্তর অধ্যয়ন থেকে তাঁর মূল ভাষা হিন্দকো ভাষা এবং আরবি ভাষা ছাড়াও তিনি ইংরেজি, উর্দু, পশতু এবং গ্রীক ভাষাতেও সাবলীল ছিলেন এবং ফার্সি পড়তে ও বুঝতে পারতেন।[১] হাফিজ যুবায়ের আলী যাঈ স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং পরবর্তীতে দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, একটি ১৯৮৩ সালে ইসলামী পড়াশোনা এবং অন্যটি ১৯৯৪ সালে লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় পাস করেন। অতিরিক্ত হিসাবে, তিনি ফয়সালাবাদের সালাফি বিশ্ববিদ্যালয় থেকে চতুর্থবার স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। হাফিজ জুবায়ের আলিজাই ১৯ সেপ্টেম্বর, ২০১৩ এ পক্ষাঘাতের আক্রমণে আক্রান্ত হয়েছিল। প্রায় দুই মাস ধরে শিফা আন্তর্জাতিক হাসপাতাল ইসলামাবাদে ভর্তি হওয়ার পর, রবিবার ১০ নভেম্বর ২০১৩ সকাল সাড়ে সাতটায় তিনি বেনজির ভুট্টো হাসপাতালে রাওয়ালপিন্ডিতে মারা যান।

হাফিজ যুবায়ের আলী যাঈ (রহ.) এর বই সমূহ

(Showing 1 to 11 of 11 items)

Recently Viewed