হাসানআল আব্দুল্লাহ নতুন ধারার সনেটের প্রবর্তক, নাম: স্বতন্ত্র সনেট। মানুষ ও মহাবিশ্বের চলমানতা নিয়ে তিনি লিখেছেন মহাকাব্য, নক্ষত্র ও মানুষের প্রচ্ছদ (অনন্যা, ২০০৭)। ২০১৪-এর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর নির্বাচিত কবিতার দ্বিতীয় সংস্করণ। ১৯৯৭ সালে বাংলা একাডেমি থেকে বেরিয়েছে কবিতার ছন্দ, ২০১১ সালে বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। তাঁর দ্বিভাষিক গ্রন্থ ব্রেথ অব বেঙ্গল, ও আন্ডার দ্যা থিন লেয়ারস অব লাইট প্রকাশ করেছে নিউইয়র্কের ক্রস-কালচারাল কমিউনিকেশন্স। মূলত কবি, কিন্তু সাহিত্যের বিভিন্ন শাখায় প্রকাশিত তাঁর গ্রন্থ সংখ্যা ৩৫।
হাসানআল আব্দুল্লাহ ২০১৬ সালে চীন সরকারের আমন্ত্রণে সে দেশে অনুষ্ঠিত।আন্তর্জাতিক সিল্ক কেউ কবিতা উৎসবে যোগ দেন এবং একই বছর বিশ্ব কবিতায় বিশেষ অবদানের জন্যে তিনি ইয়োরোপীয় কবিতা পুরস্কার 'হোমার মেডেল'-এ ভূষিত হন। স্বতন্ত্র সনেটের জন্যে ২০১০ সালে তিনি পান লেবুভাই ফাউন্ডেশন পুরস্কার। ২০০৭ সালে তিনি নিউইয়র্কের অন্যতম প্রধান শহর কুইন্সের পোয়েট লরিয়েট ফাইনালিস্টের সম্মান পান। ইংরেজী, ফরাসী, স্প্যানিশ, কোরিয়ান, চাইনিজ, পোলিশ ও ভিয়েৎনামী ভাষায় অনূদিত হয়েছে তাঁর কবিতা; স্থান পেয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক অ্যান্থোলজিতে। আমন্ত্রিত কবি হিসেবে কবিতা পড়েছেন মার্কিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তিনি আন্তর্জাতিক দ্বিভাষিক কবিতা পত্রিকা শব্দগুচ্ছ সম্পাদক এবং ১৯৯৮ সাল থেকে নিউইয়র্ক সিটির হাইস্কুলে গণিত শিক্ষক হিসেবে কর্মরত।