কবি গোলজার হোসেনের জন্ম ১৯৭৭ সালে রংপুর দক্ষিণ গুপ্তপাড়া গ্রামে। পিতা মরহুম রহিম উদ্দিন, মাতা মরহুমা মোমেনা খাতুন। ছোটবেলা থেকে কবিতাচর্চা শুরু। রংপুরের দৈনিক দাবানল পত্রিকায় বেশ কিছু কবিতা ও ছোটগল্প প্রকাশিত হয়েছে।
তিনি ছোটবেলা থেকে রংপুর ড্রামা নাট্য সংগঠনের সদস্য। দক্ষিণ গুপ্তপাড়া ডায়মন্ড ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক, রংপুরের বর্ষীয়ান কবি নুরুল ইসলাম কাব্য বিনোদের নিজ হাতে তৈরি রংপুরের প্রবীণ সংগঠন ছান্দসিক সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সহসাধারণ সম্পাদক, কাব্য সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু কবিতা পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
কবি গোলজার হোসেন ‘জীবন ও সময়’ কাব্যগ্রন্থ রচনায় গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা সাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’-লাভ করেন। তার অর্ধশতাধিক কবিতা ইউটিউবে প্রকাশিত হয়েছে। সঁংরপ বধৎঃয সঁষঃরসবফরধ নামে নিজের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে তার। ২০১৮ সালে তার একক কবিতার অ্যালবাম ‘আমারও তো মন কাঁদে’ প্রকাশ হয়েছিল।
কবি গোলজার হোসেনের প্রকাশিত গ্রন্থ ‘প্রত্যাশা’ (কবিতা) ২০১১, ‘হয়নি বলা’ (উপন্যাস) ২০১৩, ‘জীবন ও সময়’ (কবিতা) ২০১৪, ‘অসমাপ্ত কবিতা’ তার চতুর্থ প্রকাশিত গ্রন্থ।