মরণব্যাধি করোনা করেছে সর্বস্বান্ত।
নিউ ইয়র্ক, ফ্রান্স, জাপান, ইতালি ব্যস্ত শহরগুলো জনশূন্য
করোনার গ্রাসে গোটা বিশ্ব মহামারি ধারণ করেছে,
মরণব্যাধি করোনা লক্ষ লক্ষ প্রাণ কেড়ে নিয়েছে!
স্বজন হারানোর ব্যথায়―
কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে।
সারা বিশ্বের প্রতিটি মানুষ
আজ ভীত, আতঙ্কিত, চিন্তিত।
সোনার বাংলার জনদরদি রাজনীতিবিদ,
চেয়ারম্যান, মেম্বার,
অসাধু ব্যবসায়ীরা ব্যস্ত
ক্ষুধার্ত অনাহারীদের চাল চুরি নিয়ে!
কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া,
ধিক্কার জানাই ধিক্কার,
চাউল চোর পশুর চেয়ে খারাপ
চাউল চোররা মানুষ না
ওরা কোনো দলের না
ওরা সাধারণ মানুষের শত্র
অসহায়, গরিব মানুষের শত্র
ওরা জাতীয় শত্র
মাননীয় প্রধানমন্ত্রী বিচার করুন
মাননীয় প্রধানমন্ত্রী বিচার করুন ওদের।