জনা: ১৭ জুন ১৯৬৫, ময়মনসিংহ। পিতা: আবদুল
হাকিম। মাতা: জামিলা খাতুন। ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি'র পর ভর্তি হন আনন্দমোহন কলেজে। কলেজ জীবন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্যসহ মাস্টার্স করেন। সাংবাদিকতা দিয়ে তাঁর কর্মজীবন। শুরু। শিশুসাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ আনজীর লিটন ২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়া তিনি নানা পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য অগ্রণী ব্যাংক-বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, সিটি ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, ময়মনসিংহ প্রেসক্লাব পদক, বাংলাদেশ পাবলিক লাইব্রেরি একুশে সাহিত্য পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পুরস্কার, অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার প্রভৃতি। উল্লেখযোগ্য গ্রন্থ: খাড়া দুটো শিং, শুভবয় ব্যাডবয়, বিড়ালটি সিমকার্ড খেয়ে ফেলেছে, মানিকের লাল কাঁকড়া, ও ছড়া তুই যাস কই, নির্বাচিত ছড়া, নির্বাচিত কিশোর গল্প-উপন্যাস, দাদু কোথায় লইয়া যাইতেছো, নীল ঘোড়ার খেলা।