আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
আনজীর লিটন। ছড়াকার। শিশুসাহিত্যিক। আশির দশকের শুরুতে হাতেখড়ি। যেসব ছড়াকারের হাতে ছড়া নতুন ব্যঞ্জনা সৃষ্টি করেছে, নতুন বাঁকে পথ খুঁজেছে, গতানুগতিক পথ ভেঙে নতুন পথ নির্মাণ করেছে আনজীর লিটন সেইসব সৃষ্টিশীল ছড়াকারদের একজন। মুক্তিযুদ্ধ-উত্তর বাংলাদেশের শিশুসাহিত্যের দশক ফেরার অভিজ্ঞতায় স্বীয় সৃষ্টির শক্তিতে নির্মাণ করতে সক্ষম হয়েছেন নিজস্বধারা। ছোট-বড় সবার কাছে তিনি সমান জনপ্রিয়। ছড়া শুধু শিশুদের পাঠ্য নয়। ছড়া বড়দেরও নয়। ছড়া আসলে পাঠকের। বক্তব্য, ছন্দ, উপমা, শৈল্পিকতা এবং উপস্থাপন রীতির মধ্য দিয়ে তিনি এই সত্যকে প্রতিষ্ঠিত করেছেন। দেশাত্মবোধ, তথ্যপ্রযুক্তি নির্ভর সমকালীন জীবন, লোক বাংলার শ্লোক-ছড়ার হাজার বছরের প্রত্নতাত্ত্বিক নির্মাণের ধারাবাহিকতায় তার ছন্দময় পদাবলীতে প্রতিফলিত হয় আধুনিক শিল্পরূপ। ২০০৮ সালে বের হয়েছিল আনজীর লিটনের ছড়াসমগ্র-১। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হলো ছড়াসমগ্র-২।