Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Jeeyauddeen Ahmed books

follower

জিয়াউদ্দীন আহমেদ

জিয়াউদ্দীন আহমেদের জন্ম 2-nud জুন 1966 খ্রিষ্টাব্দ। পিতা মরহুম গোলাম রব্বানী লস্কর ছিলেন প্রাইমারি স্কুল শিক্ষক। মাতা মরহুমা গোলাপজান বিবি সক্ষর ছিলেন গৃহবধূ। বাল্যকালে নিজগ্রাম দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার ব্যানাষাটা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এ পড়াশোনার পাঠ গুল করেন। পরে "মুগলিয়া হামানিয়া (খারিজী) মাদ্রাসা ও আকড়া হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পাস করেন। অতঃপর বারাসাত প্রবচার হালদার কলেজ" থেকে JES.. ও BA Honouга (History) কমপ্লিট করেন। পরে DLED করেন। এবং পরবর্তীতে শিক্ষকতার পেশায় যুক্ত হন। পিতার সন্তানের দিক থেকে লেখক ছিলেন ভাই হিসাবে ছোট। বড় মামা গিয়াসউদ্দীন লস্কর হিলেন উত্তর প্রদেশের 'দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে পাশ কল আলেম। বড় দিদি রৌশনায়া লভর; দুই ছোট বোন আনোয়ারা মনোয়ারা মাধ্যমিকে পাঠরত অবস্থায় লেখকের ছোট গল্প "জান্নাতের মাঠ" প্রখ্যাত সাহিত্যিক আব্দুল আজিজ আল আমান সম্পাদিত 'কাফেলা' সাহিত্য পত্রিকায় প্রকাশ পায়। সাপ্তাহিক নতুন গতি পত্রিকায় "সারলা" প্রকাশ পায়। এছাড়া অন্যান্য কবিতা ও গল্প অন্যান্য পত্রিকাতে বার হয়ে থাকে। জিয়াউদ্দীন আহমদ লস্করের লেখা বই গুলির মধ্যে প্রকাশিত বই হলো 'দৈনন্দিন জীবনে মুহাম্মদ (নামের আদ্যাক্ষর মিলিয়ে লেখা) "শভপ্রিয়া", "ঝংকার 1-st", "ঝংকার 2-nd", (সংখ্যার হরফে লেখা) "জিয়ালিপি", "কাব্যে আমপারা ছন্দে নামাজ শিক্ষা" অন্যতম।

জিয়াউদ্দীন আহমেদ এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed