বিশ্বাস ফজলুল হক
দীর্ঘ কর্মজীবনের ২৫টি বছর দেশে বিদেশে বিভিন্ন এয়ারলাইনে চাকরী করেন। কর্মজীবনে এয়ার টিকেটিং এবং রিজার্ভেশনের উপর যথেষ্ঠ দক্ষতা অর্জন করেন এবং এয়ার টিকেটিং এর উপর IATA জেনেভা থেকে ডিপ্লোমা ডিগ্রী অর্জনের পর বিমানে যোগদান করেন এবং দেশে বিদেশে বিভিন্ন এয়ার লাইনে চাকরী করেন।
শৈশব থেকেই তার লেখালেখির উপর প্রবল আগ্রহ ছিল। তাই অবসরে বই লেখা শুরু করেন। বই মেলায় আমিও পারবো (I Can Do) এবং চলো পাল্টাই (Change yourself) প্রকাশ করে যথেষ্ঠ জনপ্রিয়তা লাভ করেন। এরপর ক্রমাগত লিখে চলেছেন- ট্রাভেল, কেরিয়ার বিল্ডিং, মোটিভেশনাল বিভিন্ন বিষয়ের উপর ই-বুক লিখে রকমারির মাধ্যমে প্রকাশের উদ্যেগ গ্রহণ করেন।
ইচ্ছে আছে মৃত্যুর আগ মুহুত্ব পর্যন্ত এ দেশের তরুনদের জন্য লিখে যাবেন। নতুন প্রজন্মের তরুনদের একটু অনুপ্রেরণা দরকার। তাদের আত্ববিশ্বাস বাড়াতে এবং জীবনে সঠিক দিক নির্দেশনা, চিন্তাধারা এবং জীবন বদলাতে আমার লেখা বইগুলো অনেক কাজে আসবে।
টিকেটিং রিজার্ভেশনের উপরে ই-বুকটি প্রকাশ করেছেন, এটা শুধু একটি বই নয়, এটা টিকেটিং রিজার্ভেশনের উপর একটি বেসিক কোর্স। যদি কেউ ট্রাভেল এজেন্সি বা এয়ারলাইনে কেরিয়ার গড়তে চান তাহলে বইটি তাদের জন্য।
লেখকের লেখা বইগুলো পড়লে জীবন বদলে যাবে এবং দেশে বিদেশে কেরিয়ার গড়তে বইগুলো সহায়ক ভূমিকা রাখবে।