ইবনে মনির হোসেন ১৯৮৮ খ্রিস্টাব্দের 14 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার হাবলাউচ্চ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. শফিকুল ইসলাম এবং মাতা হোসনা বেগম। শৈশব থেকেই তিনি লেখালেখির প্রতি আকৃষ্ট হন এবং স্কুল জীবন থেকেই তার লেখালেখির সূচনা ঘটে। আবৃত্তি, ছড়া, কবিতা এবং গল্প লেখার প্রতি তার বিশেষ ঝোঁক রয়েছে। সবুজ তার প্রিয় রঙ।
তার একক প্রকাশিত বই "ছড়ার রাজা নাবিল" এবং কাব্যগ্রন্থ "তিতাস মায়ের কন্যা"। সমাজের আয়না গল্প গ্রন্থ এক অনন্য সংকলন। যৌথভাবে আরও কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, যেখানে মা, মাটি ও মানুষের যাপিত জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না ,প্রেম, দ্রোহ, রূপক ও প্রতিবাদী লেখা এবং বাংলাদেশের সবুজ প্রকৃতির রূপ প্রতিফলিত হয়েছে। জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকা, লিটলম্যাগ এবং সংকলনে নিয়মিত তার লেখা প্রকাশিত হচ্ছে।
লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন এবং "শিল্পকণ্ঠ" নামে একটি ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা ও প্রকাশক। পেশাগত জীবনে তিনি একজন ফার্মাসিস্ট ও পল্লী চিকিৎসক, বর্তমানে প্রবাসে অবস্থান করছেন।