নিশাত আহমেদ। জন্ম ২০০৩ সালের ১০ই অক্টোবর। বর্তমানে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছেন। পড়াশোনার পাশাপাশি ২০২৩ সাল থেকে ইন্সট্রাকটর ও একাডেমিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যুক্ত আছেন ফিনিক্স এডমিশন কেয়ারের সাথে। ইতোমধ্যে তার লেখা নর্থ সাউথ ইউনিভার্সিটি মডেল কোয়েশ্চন বুক, ব্র্যাক ইউনিভার্সিটি মডেল কোয়েশ্চন বুক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মডেল কোয়েশ্চন বুক, প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন গাইড বইগুলো ফিনিক্স এডমিশন কেয়ারের তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে, যা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়া ও ইংরেজির বেসিক থেকে কনসেপ্ট ক্লিয়ার করার ক্ষেত্রে শিক্ষার্থীদের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। পাশাপাশি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর জন্য ফিনিক্সের এডমিশন প্রিপারেশন প্রোগ্রাম গুলোর ইংলিশ ইন্সট্রাকটর হিসেবে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতাও পেয়েছেন তিনি। নিজস্ব মেধার উত্তরোত্তর বিকাশের সাথে ভবিষ্যতে শিক্ষকতা পেশায় নিয়োজিত হবার মাধ্যমে শিক্ষার্থীবান্ধব একটি শিক্ষাব্যবস্থার অংশ হয়ে ওঠার স্বপ্ন দেখেন নিশাত আহমেদ, যার জন্য তিনি সকলের দোয়াপ্রার্থী।