Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mahfujul Alam books

followers

মাহফুজুল আলম

১৯৭৭ সালের ৭ জুলাই বাবার চাকুরীসূখে বর্তমান নরসিংদী জেলার পলাশের বাসায় জন্মগ্রহণ করেন পৈত্রিক বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বুড়াইচ গ্রাম। তবে বেড়ে ওঠেন আলফাডাঙ্গা উপজেলা সদরের বাড়িতে। যার পিতার নাম শিকদার মোঃ আমীর হোসাইন এবং মাতা ফিরোজা বেগম। তার শৈশবের শিক্ষা শুরু হয় আলফাডাঙ্গা সরকারি প্রাথমিক ও আরিফুজামান সরকারি উচ্চ বিদ্যালয়ে। কর্ম ও পারিবারিক জীবণ: বাংলাদেশ বিমান বাহিনীর পথ পেরিয়ে তিনি আমেরিকায় পাইলট প্রশিক্ষণ একাডেমি গড়ে তোলেন এবং হাতমাধ্যে তার বাতিষ্ঠান হতে এ পর্যন্ত ২৮ জন কমার্শিয়াল পাইলট লাইসেল প্রাপ্ত হন। একজন বাংলাদেশী বংশদ্ভূত আমেরিকান নাগরিক হিসেবে নিউ গ্লেনঃ ও নিউ গ্রেমুখ রকেট উৎক্ষেপণ এবং চন্দ্রবান এম কে ওয়ান তোরাতেও কার হাতে কলমে সরাসরি অবদান রয়েছে। প্রবাসে ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করলেও তিনি একাধারে একজন বৈমানিক, এসোসিয়েট এ্যারো নোটিক্যাল ইঞ্জিনিয়ার, লেখক, আবৃত্তিকার ও কলামিস্ট। তিনি অষ্টীক প্রবাসী হন ২০১০ সালে। বর্তমানে তিনি ৩ পুত্র সন্তানের জনক। সাহিত্য জীবন: বাংলা সাহিত্যের নাট্যগুরু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাতন রাধাষক নূরুল মোমেনের বংশীয় ও বালুত হন মাহফুরূপ আদম। তিনিই তার ব্যাক্তিগত ও পারিবারিক অনুপ্রেরণার মূল সূত্র। এক সময়ে নিয়মিত এই আবৃত্তিকার ও বাংলাদেশ বেতারের উপস্থাপক হিসেবে শেষবারের মত ২০১০ সালে "পূর্বার" অনুষ্ঠানে অংশগ্রহন করে প্রবাসী হন

মাহফুজুল আলম এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed