রিংকু খুব মজা করতে ভালোবাসে। রিংকুর বয়স বারো বছর। ও একদিন বড় মামার সঙ্গে মেলায় গেল। রিংকু মেলার নানা কিছু দেখছে। একটা ঝুমঝুমি বাজানো মজার লোকের পিছে পিছে যেতে যেতে বড় মামাকে হারিয়ে ফেলে।
রিংকু মামাকে আর খুঁজে পায় না। তখন সন্ধ্যা হয়ে গেছে। বাইরে ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে। রিংকু একটা গাছের নিচে দাঁড়িয়ে ভয় পেয়ে কাঁদছে। মামা নেই, আমার কী হবে। কেমন করে বাড়ি যাব। রিংকু কাঁদতে কাঁদতে বললো – আল্লাহ আমাকে বাড়ি নিয়ে চল। চারপাশে বেশ ঘনকালো মেঘের মত অন্ধকার।
হঠাৎ রিংকু দেখলো একটা আলোর রথ এসে ওর সামনে দাঁড়িয়েছে। রিংকু টুক করে আলোরথে উঠে পড়ে। আলোরথ আঁধারের পথ কেটে ওকে নিয়ে চলেছে। রিংকু খালি কাঁদছে আর বলছে- আল্লাহ আমাকে বাড়ি নিয়ে চল।